তুরস্কের পরিবর্তে এবার নিজ দেশেই ইমামদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিয়েছে জার্মানি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জার্মানভাষী ইমামরা যাতে জার্মানিতেই প্রশিক্ষণ নিতে পারেন, সে ব্যবস্থা নিচ্ছেন তারা। খবর ডয়চে ভেলের।
মঙ্গলবার থেকে জার্মানিতে শুরু হওয়া ‘ইসলাম কনফারেন্সে’ এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী হর্স্ট সেহোফার।
তিনি বলেন, যে সন্ত্রাসবাদ নিয়ে ইউরোপে এখন এত আলোচনা চলছে, তা রুখতে ইসলামিক সংস্থাগুলোকেই আরো শক্তিশালী করতে হবে। তাদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক আরো দৃঢ় করতে হবে।
সে কারণেই জার্মান বলতে পারা ইমামদের জার্মানিতেই বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। তারাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবেন এবং সবার কাছে সেই বার্তা পৌঁছে দেবেন।
ডয়চে ভেলের খবরে বলা হয়, সাধারণত, জার্মানির ইমামরা তুরস্কে গিয়ে ইমাম প্রশিক্ষণ নিয়ে আসেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে জার্মানিতেই সেই প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাইছে দেশটির সরকার।
শুধু ইমামদের প্রশিক্ষণই নয়, জার্মানির মসজিদগুলোকে আরো সাহায্য দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মসজিদগুলোতে যাতে পড়ালেখার ব্যবস্থা করা যায় সেই পরিকল্পনাও রয়েছে তাদের। একই সঙ্গে মসজিদগুলো পরিচালনার দিকেও লক্ষ্য রাখা হবে।
jugantor